রসুলাল্লাহর হাওয়ারী যুবায়ের ইবনুল আওয়াম (রা) | সম্পূর্ণ জীবনী
আল্লাহর সিংহ হযরত আলী রাঃ এর সম্পূর্ণ জীবনী : • আল্লাহর সিংহ হযরত আলী রাঃ | সম্পূর্ণ ...
পূর্বের ভিডিও:
তালহা ইবনে উবায়দুল্লাহ রাঃ: • উহুদের মহানায়ক তালহা ইবনে উবায়দুল্লাহ...
*পরের ভিডিও: হযরত আবু উবায়দা রাঃ : • আবু উবাইদা ইবনুল জাররাহ রাঃ | সম্পূর্...
আসহাবী রসূলের জীবনী-প্লে-লিস্ট: • আসহাবে রসুলের জীবনী
সাহাবীদের বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও-প্লে-লিস্টে: • সাহাবীদের ঘটনা
যুবায়ের ইবনুল আওয়াম (রা)
যরত যুবায়ের ইবনুল আওয়াম (রা.) রসুলাল্লাহ (সা.) এর অন্যতম সাহাবী, যাকে ‘হাওয়ারিয়্যু রসুলাল্লাহ’ (রসুলাল্লাহর একান্ত সহচর) নামে অভিহিত করা হয়। তিনি হিজরাতের ২৮ বছর আগে জন্মগ্রহণ করেন এবং রসুলাল্লাহ (সা.) এর আত্মীয় ছিলেন, কারণ তাঁর মা সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব রসুলাল্লাহ (সা.) এর ফুফু। যুবায়ের (রা.) ইসলামের প্রথম দিকে ইসলামে দাখিল হন এবং নিজের জীবন রসুলাল্লাহ (সা.) এর প্রতি নিবেদিত করে তোলেন। তিনি বহু যুদ্ধে অংশ নেন, যেমন বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনাইন, তায়েফ, তাবুক, ইয়ারমুক এবং মক্কা বিজয়। বদর যুদ্ধে তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন এবং প্রথম তরবারি উন্মুক্ত করার সাহস দেখান। উহুদ যুদ্ধে তিনি রসুল (সা.) এর পাশে ছিলেন এবং খন্দকের যুদ্ধে রসুল (সা.) এর সঙ্গী হয়ে ছিলেন। খাইবার যুদ্ধে ইহুদি সেনাপতি মারহাবকে পরাস্ত করে ইতিহাসে নাম লেখান। মক্কা বিজয়ের দিন যুবায়ের (রা.) রসুলাল্লাহ (সা.) এর পাশে ছিলেন এবং তাঁকে সন্মানিত করেছিলেন। তিনি সিরিয়ায় ইয়োম আল-ইয়ারমুক যুদ্ধেও অংশ নেন এবং মিশরের ফুসতাত কিল্লার অবরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুবায়ের (রা.) এর সাহস ও নির্ভীকতা তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় স্থান দেওয়া হয়েছে।
"যুবায়ের ইবনুল আওয়াম", "Zubayr ibn al-Awwam", "হযরত যুবায়ের (রা.)"
コメント