Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver3
754いいね 29260回再生

আবু উবাইদা ইবনুল জাররাহ রাঃ | সম্পূর্ণ জীবনী

আবু উবাইদা ইবনুল জাররাহ রাঃ | সম্পূর্ণ জীবনী
..........................
পূর্বের ভিডিও:    • রসুলাল্লাহর হাওয়ারী যুবায়ের ইবনুল আওয়...  
পরবর্তী ভিডিও:    • ইরাকবিজেতা সাহাবী সা’দ বিন আবি ওয়াক্ক...  

রাসূলুল্লাহ (সা) বলেছেন: প্রত্যেক উম্মতের একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি আছে, এই উম্মতের আমিন হলো আবু উবাইদা।

আবু উবাইদা রাঃ ছিলেন উজ্জ্বল চেহারা, গৌরকান্তি, হালকা পাতলা গড়ন ও দীর্ঘদেহের অধিকারী। তাঁকে দেখলে যে কোন ব্যক্তির চোখ জুড়িয়ে যেত, অন্তরে ভক্তি ও ভালোবাসার উদয় হতো। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাবী, বিনয়ী ও লাজুক প্রকৃতির। তবে যে কোন সংকট মুহূর্তে সিংহের ন্যায় চারিত্রিক দৃঢ়তা তাঁর মধ্যে ফুটে উঠত।

তাঁর পুরো নাম আবু উবায়দাহ আমীর ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ আল-ফিহরী আল কুরাইশী । তবে কেবল আবু উবাইদা নামে তিনি সবার কাছে পরিচিত। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল জাররাহ । পিতার নাম অনুসারে তাকে আবু উবায়দা ইবনে আব্দুল্লাহ নামে ডাকার কথা থাকলেও, তিনি দাদার নাম অনুসারে আবু উবাইদা ইবনুল জাররাহ নামেই প্রসিদ্ধ হোন। তার দাদা জাররাহ আল ফিহরী আল কুরায়শী ছিলেন আরবের একজন সুপরিচিত শল্য চিকিৎসক।

মক্কায় ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে যাঁরা ঈমানের আলোয় আলোকিত হয়েছিলেন আবু উবাইদা রাঃ তাঁদের একজন। হযরত আবু বকর রাঃ ইসলাম গ্রহণের পরের দিনই তিনি ঈমান আনেন। আবু বকরের কাছেই তিনি ইসলামের দাওয়াত কবুল করেন। তারপর আবু বকর রাঃ আবদুর রহমান ইবনে আউফ, উসমান ইবন মাজউন, আল-আরকাম ইবন আবুল আরকাম ও আবু উবায়দাকে সংগে করে রাসূলুল্লাহর (সা) দরবারে হাজির হন। সেখানে তাঁরা সকলে একসাথে ঈমানের ঘোষণা দেন। এভাবে তাঁরা হয়ে ওঠেন মহান ইসলামী ইমারতের প্রথম ভিত্তি।
.............................
সম্পূর্ণ জীবনী দেখুন ভিডিওতে।

コメント