Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: natural-voltaic-titanium
1180いいね 35715回再生

রসুলাল্লাহর সাথে যে আচরণে পারস্য সাম্রাজের ধ্বংস নিশ্চিত হয়েছিল

রসুলাল্লাহর সাথে যে আচরণে পারস্য সাম্রাজের ধ্বংস নিশ্চিত হয়েছিল
.......................

পারস্য সম্রাট খসরু পারভেজকে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি লিখেন মহানবী হযরত মুহাম্মদ সঃ। পত্রখানি পাঠ করার পর খসরু পারভেজ তা ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন। এই সংবাদ যখন মদীনায় রসুলাল্লাহ সঃ এর কাছে আসে তখন তিনি বলেন, সে আমার চিঠি টুকরো টুকরো করে নি, বরং আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে ফেলেছেন। ইতিহাস স্বাক্ষী, এই ঘটনার মাত্র কয়েক বছর পরেই খসরু পারভেজের বিশাল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল উম্মতে মুহাম্মদীর হাতে। সে দিন কেবল ওই চিঠিখানা ছিড়ে ফেলেই ক্ষ্যান্ত হয় নি খসরু পারভেজ। বরং সে তার অধীনস্ত ইয়েমেনের রাজা বাজানকে নির্দেশ দেয় রসুলাল্লাহকে আটক করে পারস্যের রাজ দরবারে হাজির করার জন্য। ইয়েমেনের রাজা বাজান তার সৈন্যদেরকে পাঠিয়ে দেন রসুলাল্লাহকে আটক করতে। কিন্তু বিধি-বাম! সৈন্যরা মদীনা থেকে ইয়েমেনে ফিরে এসে নিজেদেরকে মুসলিম ঘোষণা করে। শুধু তাই নয়, তারা এমন এক সংবাদ নিয়ে আসে, যা শোনার পর ইয়েমেনের রাজা বাজানও ইসলাম গ্রহণ করে নেন। প্রশ্ন হচ্ছে,
মদীনায় কী ঘটেছিল ওই সৈন্যদের সাথে?
কী সংবাদ বয়ে এনেছিল তারা?
আর পারস্য সম্রাট খসরু পারভেজের ভাগ্যেই বা কী ঘটেছিল?
ইতিহাসের অত্যন্ত চমকপ্রদ আর বিস্ময়কর সেই ঘটনার সম্পূর্ণটা তুলে ধরবো আজকের পর্বে।

コメント