নিজের ভাইদের সাথে আবু জাহেলের নজিরবিহীন গাদ্দারি!
......................
আবু জাহেল! ইতিহাসের এক অ ভি শ প্ত ব্যক্তির নাম। ইসলামের বিরোধিতা করতে গিয়ে একসময় সমস্ত মানবীয় গুণ হারিয়ে প শু র পর্যায়ে নেমে এসেছিল এই লোকটি। কোরায়েশ নেতাদের মধ্যে সেই ছিল সাহাবীদের প্রতি সবচেয়ে নিষ্ঠুর। এমনকি নিজের ভাইদেরকেও বিন্দুমাত্র ছাড় দেয় নি আবু জাহেল। ইসলাম গ্রহণ করার কারণে নিজের দুই ভাইকে শিকল দিয়ে বেধে বছরের পর বছর বন্দি করে রাখে পাষণ্ড লোকটি। ভাইদের একজন হিজরত করে মদীনায় চলে গেলে সেখানে গিয়েও হাজির হয় আবু জাহেল। তাকে মিথ্যা কথা বলে সে মক্কায় নিয়ে আসে এবং মক্কায় আসার পর নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারো তাকে শেকল দিয়ে বেধে রাখে। নিজের একান্ত আপনজন ও পরিবারের সদস্যদের সাথে আবু জাহেলের এ ধরনের নিষ্ঠুরতা ও প্রতারণার কিছু গল্প তুলে ধরবো ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। আশা করছি, ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে।
コメント